শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে অহংকার ও স্থিতপ্রজ্ঞের দার্শনিক মূল্যায়ন
Abstract
আপনার দেওয়া বাংলা লেখাটি আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি, যাতে তা পরিষ্কার এবং যথাযথ হয়:
অহংকার মানব জীবনের একটি ক্ষতিকর স্বভাব। এটি আমাদের মানসিকতা ও সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
সফলতা লাভের পরে অহংকার আমাদের নৈতিক মূল্যবোধ ও মানবিকতার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং সঠিক আচরণে বাধা সৃষ্টি করে। অহংকার আমাদের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, ফলে আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণে প্রবণ হয়ে পড়ি।
শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অহংকার থেকে মুক্ত হয়ে জীবনযাপনের উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, "যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ, কামনা-বাসনা ত্যাগী, মমত্ববোধ ও অহংকারশূন্য এবং নিস্পৃহ মনোভাব নিয়ে কর্ম সম্পাদন করেন, তিনি পরম শান্তি লাভ করেন।"
গীতা আমাদের শেখায়, অহংকারের সৃষ্টি করা মায়া বা 'অহং-আবরণ' সরিয়ে ফেললে জীবনে প্রকৃত শান্তি ও মুক্তি লাভ সম্ভব।
আপনি যদি আরও কিছু সংশোধন বা সংযোজন চান, জানাবেন!
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 Copy

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.